ঢাকা
খ্রিস্টাব্দ

দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে সরকারি যাকাত তহবিল : ধর্ম উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ২৮ মে ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 616363 জন

  • নিউজটি দেখেছেনঃ 616363 জন
দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে সরকারি যাকাত তহবিল : ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকারি যাকাত তহবিল দারিদ্র্য বিমোচনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এ তহবিলকে শক্তিশালী করার মাধ্যমে দারিদ্র্য নিরসন কার্যক্রমকে বেগবান করা সম্ভব। 


আজ মঙ্গলবার বিকালে জেলার সাতকানিয়া উপজেলার বাবুনগর জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।


যাকাত গ্রহীতাদের উদ্দেশ্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকারি যাকাত তহবিল হতে প্রাপ্ত অর্থ পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। নিজেকে স্বাবলম্বী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এ অর্থ বিনিয়োগ করতে হবে। আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে হবে।  


তিনি বলেন, গবাদিপশু ও হাঁসমুরগি পালন, মৎস্য চাষ, শাকসবজি উৎপাদন, কুটির শিল্প স্থাপন প্রভৃতি কার্যক্রম শুরু করতে হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।


সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদানের আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, সরকারি যাকাত তহবিল শক্তিশালী হলে এদেশের দরিদ্র মানুষের ভাগ্য বদলে যাবে। দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে। 


তিনি দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি অনুরোধ জানান। 


এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৬৪ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে সরকারি যাকাত তহবিল হতে ৬ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এ সময় ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের পরিচালক সরদার সরোয়ার আলম ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস উপস্থিত ছিলেন।


পরে উপদেষ্টা নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরীব-অসহায় মানুষের মধে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বুধবার, ২৮ মে ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৮ মে ২০২৫, ১২.২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ