রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের সাত বছর বয়সী কোডিং বিশেষজ্ঞ সের্গেইকে একটি আইটি কোম্পানি তাদের ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। খবর বিবিসির।
সের্গেই মাত্র পাঁচ বছর বয়স থেকে সফটওয়্যার বিষয়ক ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে ভিডিও তৈরি করছে। তার অসাধারণ দক্ষতার কারণে প্রো৩২ নামে একটি ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি তাকে করপোরেট প্রশিক্ষণের প্রধান হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে।
তবে রাশিয়ার আইন অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী কেউ বেতনভুক্ত চাকরিতে যোগ দিতে পারে না।
প্রো৩২-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগোর ম্যানডিক জানিয়েছেন, এই আইনি সীমাবদ্ধতার সমাধান কীভাবে করা যায়, তা নিয়ে সের্গেইয়ের বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছেন।
শিশুটির বাবা কিরিল জানিয়েছেন, তারা প্রস্তাবটি পেয়ে অত্যন্ত আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে, কখন সের্গেই কোম্পানিটিতে যোগ দিতে পারবে।