বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মর্জিনা পারভীন।
মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মর্জিনা পারভীন কে সভাপতি করে 4 সদস্য বিশিষ্ট্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে আবুল হাশেম ও অভিভাবক সদস্য স্বপন শীল মনোনীত হয়েছেন। পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।