রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া ইসকন নেতা, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, হিন্দু নেতা ও ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস (পূর্বাশ্রমের নাম চন্দন কুমার ধর) ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতের শুনানি আজকে হচ্ছে না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও অ্যাডভোকেট রোল নম্বর-৭ এম. আই. ফারুকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তার সম্মানে আজ রোববার (৪ মে) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগের কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর বন্ধ থাকবে সব বিচারিক কার্যক্রম।
এর ফলে, রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আজকের নির্ধারিত শুনানি হচ্ছে না। চিন্ময়ের আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, আজকের শুনানি সম্ভবত অনুষ্ঠিত হবে না, তবে আগামীকাল (সোমবার) হতে পারে।
চট্টগ্রাম আদালত এলাকায় জামিন শুনানিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট এবং চলছে তল্লাশি। সকাল ১১টার দিকে ‘ছাত্রসমাজ’ আদালত চত্বরে অবস্থান নিয়ে আইনজীবী আলিফ হত্যার বিচার ও চিন্ময়ের ফাঁসির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট গত বুধবার (৩০ এপ্রিল) চিন্ময় দাসকে জামিন মঞ্জুর করে রুল যথাযথ ঘোষণা করেন। তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে এবং শুনানির জন্য ৪ মে তারিখ ধার্য হয়। জামিন পাওয়া চিন্ময় কৃষ্ণ দাস'র স্থগিতের আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ৪ মে (রবিবার) জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। একই দিন সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। পরবর্তী ধার্্য তারিখ চিন্ময়ের পক্ষে তার আইনজীবীর বক্তব্য শুনবেন আদালত। এইদিন দুপুরে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ জামিন মঞ্জুর করেন। চিন্ময়ের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গত পাঁচ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।