ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে চলমান যুদ্ধ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হত্যার পর মধ্যপ্রাচ্যে শান্তির আশা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
বুধবার ইসরায়েলি বাহিনীর অভিযানে সিনওয়ার নিহত হন। তিনি ৭ অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে এ ঘটনার গুরুত্ব উল্লেখ করে জানান, যুদ্ধ শেষ হয়নি এবং চলবে।
তিনি বলেন, "যতদিন না হামাসের হাতে আটক জিম্মিরা মুক্ত হচ্ছে, ততদিন আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।" নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে ইরানপন্থি গোষ্ঠীগুলির প্রতি আক্রমণাত্মক মনোভাব ব্যক্ত করে ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আশাবাদী।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা সিনওয়ারের মৃত্যুকে যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সিনওয়ার যুদ্ধবিরতির আলোচনা করতে রাজি ছিলেন না, তার মৃত্যুর ফলে সেই প্রতিবন্ধকতা দূর হয়েছে। তবে নতুন নেতা যুদ্ধবিরতির জন্য সম্মতি দেবেন কিনা তা অনিশ্চিত।
এক সিনিয়র কূটনীতিক জানিয়েছেন, সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধের অবসান আশা করেছিলাম, কিন্তু বাস্তবে তা ঘটেনি।
যুক্তরাষ্ট্র মাসব্যাপী প্রচেষ্টার পরও হামাস ও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারেনি।