ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলেদের মাঝে বকনা বিতরণ ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 538321 জন

  • নিউজটি দেখেছেনঃ 538321 জন
পিরোজপুরে জেলেদের মাঝে বকনা বিতরণ ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণসহ সরকারি-প্রাতিষ্ঠানিক এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য আয়োজিত বকনা বাছুর বিতরণ ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিহা কনক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


এ সময়ে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের ৩৫টি গরু ও বিভিন্ন সরকারি-প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় ৫৩৬ কেজি পোনা অবমুক্ত করুন করা হয়। এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩৬ টি গরু বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ.জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশ জাতীয় সম্পদ এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকার যে উপকরণ দিচ্ছে তার যথাযথ ব্যবহার থাকতে হবে এবং তার প্রতি যত্নশীল হতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২.২৫ পূর্বাহ্ন