ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ১ বছরে ৬৮লাখ টাকার মাদক উদ্ধার , গ্রেফতার ১৩৯

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1043387 জন

  • নিউজটি দেখেছেনঃ 1043387 জন
ফুলবাড়ীতে ১ বছরে ৬৮লাখ টাকার মাদক উদ্ধার , গ্রেফতার ১৩৯
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুড়িগ্রামের ফুলবাড়ীর অলি গলি সহ বিভিন্ন স্থানে ব্যাপক হারে মাদকদ্রব্য সেবনকারী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত বছর (২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর) সর্বমোট ৬৮ লাখ টাকার মূল্যের গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের ভারতীয় মাদক উদ্ধার সহ ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১২৬টি মামলা দায়ের করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ এ তথ্য জানান।


জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ভয়াবহ মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করতে পুলিশ ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


থানা সূত্রে জানা গেছে, ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকা সহ উপজেলা জুড়ে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০২৪ সালের ০১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে মাদকদ্রব্য গাঁজা ২৮১ কেজি ৭০ গ্রাম, ফেন্সিডিল ১ হাজার ৩৬৬ পিস, ইয়াবা ট্যাবলেট ০৩ হাজার ৪৫৯ পিস, মদ ২৮ বোতল ও ইস্কাপ সিরাপ এক হাজার ৪৬৩ পিস, হিরোইন ১১ গ্রাম ও ট্যাপেন্টাডল ৯৯ পিস জব্দ করা হয়েছে। এ সময় ১৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানায়, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। স্থানীয় জন প্রতিনিধি সহ সমাজের সচেতন মানুষগুলো যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করে এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী যদি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হয়, তাহলে ফুলবাড়ীসহ বাংলাদেশের অভ্যন্তরে মাদকসহ অন্যান্য মালামাল প্রবেশ শূন্যের কোঠায় আসবে। তবেই মাদক চোরাচালান ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী চিরতরে নির্মূল করা সম্ভব হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | ফুলবাড়ী , দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুড়িগ্রাম
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১.০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ