ঢাকা
খ্রিস্টাব্দ

৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জোরারগঞ্জ থানার অভিযান-
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১.২৮ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1365207 জন

  • নিউজটি দেখেছেনঃ 1365207 জন
৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রোববার (১ ডিসেম্বর ২০২৪) রাত ৮টা ৩০ মিনিটের দিকে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিফাতুল মাজদারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম বারইয়ারহাট পৌরসভাধীন বারইয়ারহাট থেকে রামগড় সড়কের অলংকার মোড় এলাকায় অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেন সেকেন্ড অফিসার (এসআই) আরিফ হোসেন।


তিনি জানান, অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন (২২), পিতা- মোঃ মোস্তফা কামাল, মাতা- আলেয়া বেগম, স্ত্রী- রিংকি বেগম, সাং- ছত্তরুয়া, ওয়ার্ড নং-০৪, ০১নং করেরহাট ইউনিয়ন, জোরারগঞ্জ, চট্টগ্রামকে আটক করা হয়। তার কাছ থেকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল (৩০ লিটার বা ৩০,০০০ মিলি), যার বাজার মূল্য আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের পুরাতন সিএনজি অটোরিক্সা (ইঞ্জিন নং- AZZWLM16083, চেসিস নং- MD2A27AY7LWM11757), যার মূল্য আনুমানিক ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঁচাশী হাজার) টাকা, উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের তথ্যমতে তার এক সঙ্গী মোঃ ইউসুপ (২২) নামীয় অপর এক আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এসআই(নিঃ) আব্দুল হান্নান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃত আসামীসহ পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে বলেও নিশ্চিত করেন থানার এস আই আরিফ হোসেন।


জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মো. আক্তার হোসেন নামের একজন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়েছে। মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের অবস্থান পরিষ্কার, এই ধরনের মাদক ব্যবসায়ীর বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই অভিযান একটি বড় সফলতা উল্লেখ করে ওসি জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে, পাশাপাশি তারসাথে জড়িতদের সন্ধানে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১.২৮ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.৩১ পূর্বাহ্ন