ঢাকা
খ্রিস্টাব্দ

দেশে শান্তির পাশাপাশি অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক :
ফরিদপুর প্রতিনিধি :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৫২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৫২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1431261 জন

  • নিউজটি দেখেছেনঃ 1431261 জন
দেশে শান্তির পাশাপাশি অশান্তিও বিরাজ করছে: শামা ওবায়েদ
ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ এখন নতুন চ্যালেঞ্জের মুখে। একদিকে যেমন প্রশান্তি আছে, তেমনি দেশে অশান্তিও বিরাজ করছে। দেশটাকে সঠিক পথে নিতে না পারলে ছাত্র-জনতার আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীদের আত্মদান বৃথা যাবে।


শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



শামা ওবায়েদ বলেন, ‘হাসিনার পলায়নে ফ্যাসিবাদের পতনের পর এখন আমরা সবাই নিঃশ্বাস নিতে পারছি, কথা বলতে পারছি এবং শান্তিতে ঘুমাতে পারছি। তবে প্রশান্তির সঙ্গে অশান্তিও বিরাজ করছে। কারণ বাংলাদেশে জিনিসপত্রের দাম এখনো কমেনি। অর্থনৈতিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি। এখনো বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের আওয়াজ দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে।’


 

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল দল। এর আগে বহুবার সরকারের দ্বায়িত্বে থেকে দেশ পরিচালনাকালে শহীদ জিয়ার ১৯ দফা তারপরে খালেদা জিয়ার ভিশন ২০২৩ দিয়েছিলেন। তার ওপরেই ভিত্তি করে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। দেশের সব পর্যায়ের রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেন।’

বিএনপির এই নেত্রী আরো বলেন, ‘আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ধারা ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচনব্যবস্থাকে ঠিক করা। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা বা তার পরিবার ধ্বংস করে দিয়ে গেছে। সেগুলোকে ঠিক করতে হবে।’


প্রস্তুতিসভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সময় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এম রফিকুজ্জামান, মহানগর কৃষক দলের সভাপতি মামুনুর রশীদ মামুন, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক :
ফরিদপুর প্রতিনিধি :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৫২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৯.৫২ অপরাহ্ন