ঢাকা
খ্রিস্টাব্দ

মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 210901 জন

  • নিউজটি দেখেছেনঃ 210901 জন
মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
- ছবি সংবাদদাতা প্রেরিত।


রাঙ্গামটি পার্বত্য জেলার লংগদু উপজেলার গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ বাজার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


উক্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনা করেন। পদ তিনটি হলো সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক। পদপ্রার্থীদের নিয়ে চলছে বাজারে ব্যাপক আলোচনা- সমালোচনা । চায়ের দোকানে,কাপড়ের দোকানে, সবজির দোকান ও দোকানদারগণ তাদের যোগ্য ব্যবসায়ী নেতাদের খুঁজছেন। মাইনীমুখ বাজারের ব্যবসায়ীরা চান সকল পদে যেন সৎ, যোগ্য, নীতিবান ও ব্যবসায়ীবান্ধব প্রার্থীকে সকলে ভোট দিয়ে বিজয়ী করবেন।


উল্লেখ্য যে গত ২২ আগস্ট, ২০২৫ ইং তারিখ শুক্রবার মাইনীমুখ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির  নিজস্ব কার্যালয়ে সমিতির আহবায়ক মোঃ জানে আলম উক্ত তফসিল ঘোষনা করেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, কোষাধক্ষ মোঃ ফেরদৌস আহম্মদ,  সদস্য মোঃ আব্দুর রাহিম ও বাবু স্বপন ধরসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।


তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ ২২ আগস্ট, ২০২৫ থেকে ২৪ আগস্ট, ২০২৫ ইং পর্যন্ত। মনোনয়ন পত্র গ্রহন ২৫ আগস্ট, ২০২৫ সকাল  ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৬ আগস্ট, ২০২৫ বিকাল ৫ টা পর্যন্ত, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৭ আগস্ট, ২০২৫ ইং তারিখ বিকাল ০৪ টা পর্যন্ত, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ২৭ আগস্ট, ২০২৫ ইং সন্ধ্যা ০৭ টা। এবং ভোট গ্রহন কার্যক্রম চলবে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ, বৃহস্পতিবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত। 


তফসিল অনুযায়ী গত ২৫ আগস্ট ছিল মনোনয়ন পত্র জমাদানের দিন। আহবায়ক কমিটির বরাতে জানা যায় সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ০৩ জন ব্যবসায়ী মোঃ আবুল কাসেম সওদাগর (মেম্বার), মোঃ কালু মিয়া ও মোঃ ফেরদৌস আহম্মেদ। সেক্রেটারি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন  মোঃ ইউনুছ আলী, মোঃ আলাউদ্দিন ও মোঃ আব্দুশ শাকুর। এবং সাংগঠনিক ও প্রচার সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোঃ শামীম উদ্দীন, মোঃ ইব্রাহীম হোসেন ও মোঃ জাকির হোসেন সওদাগর।


মাইনীমুখ বাজারের ৩৪৭ জন ব্যবসায়ী ভোটার চেয়ে আছেন ৪ সেপ্টেম্বর এর দিকে যেদিন তারা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সৎ ও যোগ্য প্রার্থীদের খুজে পাবেন, পাবেন যোগ্য অভিভাবক।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামটি) উপজেলা
বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২.১৬ পূর্বাহ্ন