ঢাকা
খ্রিস্টাব্দ

আসামি চন্দন-রিপন রিমান্ডে চট্টগ্রামে আইনজীবী হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১.১২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1333947 জন

  • নিউজটি দেখেছেনঃ 1333947 জন
আসামি চন্দন-রিপন রিমান্ডে চট্টগ্রামে আইনজীবী হত্যা

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ দু’জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- চন্দন দাস (৩৫) ও রিপন দাস (২৭)। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এ আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালত।


বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আইনজীবী আলিফ খুনের মামলায় আসামি চন্দন ও রিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের সাতদিন ও রিপন দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে বৃহস্পতিবার ভোরে কিশোরগঞ্জের ভৈরব থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেফতার করা হয়। রিপন এজাহারনামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১.১২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১১.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ