ঢাকা
খ্রিস্টাব্দ

হোয়াইট হাউস কার ভাগ্যে?

“ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস”
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1562758 জন
  • নিউজটি দেখেছেনঃ 1562758 জন
হোয়াইট হাউস কার ভাগ্যে?
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস, সংগৃহীত ছবি।


নির্বাচন শেষ হওয়ার আর মাত্র একদিন বাকী। বাংলাদেশ সময়ে আগামি বুধবার (৬ নভেম্বর) সকালে ভোট গননা শুরু হবে। সবার মাঝে একটি উৎসুক ভাব, কে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডেমোক্রেটিক কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত প্রচারে অঙ্গরাজ্যগুলোতে তাদের সমর্থকদের সামনে হাজির হচ্ছেন।



মঙ্গলবারের নির্বাচনের প্রাক্কালে, হ্যারিস মিশিগানের একটি গির্জায় কৃষ্ণাঙ্গ ভোটারদের সঙ্গে সংলাপে অংশ নেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, "আমরা কি একটি ভীতির দেশ চিনি, না কি স্বাধীনতা ও ন্যায়বিচারের দেশ?"



হ্যারিস আরও যোগ করেন, "আমাদের কেবল কথায় নয়, বরং কাজে প্রমাণ দিতে হবে।"



অপরদিকে, ট্রাম্প পেনসিলভানিয়ায় একটি সমাবেশে বক্তব্য রাখেন, যেখানে তিনি ভোটারদের কাছে জানতে চান, "আপনারা কি বর্তমান সময়টাকে বেশি ভালোবাসেন, না চার বছর আগের সময়টাকে?" তিনি বলেন, "আমি আশার বার্তা নিয়ে এসেছি, এবং আপনাদের ভোট পেলে মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান করব।" এসময়, মুদ্রাস্ফীতির সমস্যা নিয়ে ট্রাম্প বাইডেন-হ্যারিস প্রশাসনকে দোষারোপও করেন।



রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, সাতটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থন ৪৮.৫ শতাংশ এবং হ্যারিসের ৪৭.৫ শতাংশ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ