"আমার ঘরে আমিই সেরা" নিজেদের মাঠে বার্সেলোনার বিপক্ষে সরগরম ম্যাচের শুরুতে যেনো এমনটাই জানান দিচ্ছিলো জার্মান ক্লাব বুরুশিয়া ডরটমুন্ড। কিন্তু ফলাফলকে নিজেদের আয়ত্ত্বে রাখতে পারেনি কোচ নূরী শাহিনের দল। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটে বুরুশিয়ার হয়ে পেনাল্টিতে দলকে সমতায় আনেন গুইরাসসি।
ম্যাচের ৭৫ মিনিটে সাব হয়ে আসা ফেরান তোরেসের গোলে বার্সা দ্বিতীয়বারের মতো লিড নিলেও মাত্র ৩ মিনিটের মধ্যে আবারো বুরুশিয়াকে সমতায় নিয়ে আসেন গুইরুসসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচের ৮৫ মিনিটে আবারো বার্সেলোনাকে গোল এনে দেয় ফেরান তোরেস। বুরুশিয়া ডর্টমুন্ডের শতচেষ্ঠা ঠেকিয়ে দিয়ে ৩-২ গোলে লিড নিয়েই নির্ধারিত সময়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
নিজেদের ষষ্ঠ ম্যাচ শেষে বার্সেলোনা উঠে এসেছে পয়েন্টস টেবিলের ২ নাম্বারে এবং বুরুশিয়া আছে টেবিলের ৯ নাম্বারে। টেবিল টপার হিসেবে আছে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব লিভারপুল।