ঢাকা
খ্রিস্টাব্দ

বিজিবির কৌশলগত ভূমিকা: আন্দোলনের পক্ষে কাজ করলো বাহিনী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1737814 জন

  • নিউজটি দেখেছেনঃ 1737814 জন
বিজিবির কৌশলগত ভূমিকা: আন্দোলনের পক্ষে কাজ করলো বাহিনী
ছবি : লাল সবুজ বাংলাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকা নিয়ে কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, সরকার যখন 'লংমার্চ টু ঢাকা' আন্দোলন ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দেয়, তখন বাহিনী কৌশলগতভাবে ছাত্র-জনতার পক্ষে কাজ করেছে।


মহাপরিচালক বলেন, "ছাত্র আন্দোলনে ঝুঁকি কমাতে আমরা ভারী গোলা মোতায়েন করিনি এবং হেলিকপ্টার ব্যবহার করাও থেকে গেছি।" তিনি আরো জানান, ৫ আগস্টের এই আন্দোলন থামানোর দায়িত্বের মধ্যেও বিজিবি ছাত্রদের সহায়তা করেছে।


বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দুর্গাপূজার সময় অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ছাত্র-জনতার আন্দোলনকে ব্যর্থ করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে।


এ ধরনের পরিস্থিতিতে সাবোটাজের সম্ভাবনা উল্লেখ করে, তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ