রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে এ উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। দীর্ঘদিন পর ইলিশ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। প্রথম দিনেই কাটা ইলিশের বিক্রিতে নজরকাড়া সাড়া দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা যায়, দেশের বাজারে ইলিশের মূল্য আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি এক দুর্লভ সম্পদ হয়ে উঠেছে। তবে এখন থেকে সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পারবেন ক্রেতারা, যা গোটা ইলিশের তুলনায় কেজিতে ২০০ টাকা বেশি। ইলিশ কিনতে আসা শহিদুল ইসলাম জানান, উচ্চমূল্যের কারণে তিনি আগে ইলিশ কিনতে পারেননি, কিন্তু এখন তিনি অল্প পরিমাণে কিনে স্বাদ নিতে পারবেন।
মাছ বিক্রেতা মোবারক হোসেন বলেন, ক্রেতারা চাইলে গোটা মাছ বা কাটা মাছ কিনতে পারেন। প্রথম দিনে কাটা মাছের চাহিদা বেশি দেখা গেছে। রাজশাহী ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পর এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সবাই ইলিশের স্বাদ নিতে পারেন। প্রথম আধা ঘণ্টায় ৮-১০টি ইলিশ বিক্রি হয়েছে, এবং তারা নিয়মিতভাবে এই বিক্রির ওপর নজর রাখবেন।