চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম।
উপস্থিত অতিথিরা যুব উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং আত্মকর্মী ও শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বক্তারা যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন অতিথিরা।