ঢাকা
খ্রিস্টাব্দ

বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে মুখ খুললেন কেইন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1819129 জন

  • নিউজটি দেখেছেনঃ 1819129 জন
বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে মুখ খুললেন কেইন
ছবি : সংগৃহীত

ইউরোর দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে হ্যারি কেইনের শট ঠেকাতে গিয়ে তাঁকে ফাউল করে বসেন নেদারল্যান্ডসের ডেনজিল ডামফ্রিস। ভিএআরে যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ইংল্যান্ড পেনাল্টি পাওয়ার পর থেকেই চলছে সমালোচনা ঝড়। বিশ্লেষকদের মধ্যেও চলছে বিতর্ক।


খোদ সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করছেন, এটা পেনাল্টি নয়। আইটিভিকে তিনি বলেছেন, ‘ডিফেন্ডার হিসেবে মনে করি, এটা লজ্জার। সহজাতভাবেই শট ঠেকানোর চেষ্টা করা হবে, এটা পেনাল্টি নয়। পেনাল্টি হওয়ার ধারেকাছেও ছিল না। আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি, আমরা জানি না, পেনাল্টি কী। সত্যি বলতে এটা পেনাল্টি নয়। আমার মনে হয় বক্সে এমন শট ঠেকানোর লাইসেন্স আছে।’


অন্যাদিকে আইটিভিকে কেইন বলেছেন, ‘আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝেমধ্যে আপনি এগুলো পাবেন, মাঝেমধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি।’


শেষ পর্যন্ত কেইনের ইংল্যান্ড ম্যাচটি জেতে ২–১ গোলে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ