ঢাকা
খ্রিস্টাব্দ

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিতর্ক: রাষ্ট্রপতির বক্তব্যে অসঙ্গতি, বলছেন আইন উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1672839 জন
  • নিউজটি দেখেছেনঃ 1672839 জন
শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে বিতর্ক: রাষ্ট্রপতির বক্তব্যে অসঙ্গতি, বলছেন আইন উপদেষ্টা
ছবি- আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্য মিথ্যা এবং শপথ লঙ্ঘনের সামিল।


আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আসিফ নজরুল বলেন, “যদি রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”


তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টি সম্পর্কে মতামত দিয়েছেন, কিন্তু রাষ্ট্রপতি নিজ বক্তব্যে অসঙ্গতি প্রকাশ করছেন। পদত্যাগের বিষয়টি এখন অস্বীকার করা তার দায়িত্বের সাথে সাংঘর্ষিক।”


প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি শুনেছি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে এর কোনো দলিল নেই।” তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :