ঢাকা
খ্রিস্টাব্দ

মৃত্যুর গুজব সম্পর্কে যা বললেন অভিনেতা শঙ্কর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1818710 জন

  • নিউজটি দেখেছেনঃ 1818710 জন
মৃত্যুর গুজব সম্পর্কে যা বললেন অভিনেতা শঙ্কর
ছবি : সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী মৃত্যুর গুজবে শুরুতে বেশ চমকেই গিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই গুজব। যার ফলে অসংখ্য ভক্ত-অনুরাগী দ্বিধায় পড়ে যান। শোকও প্রকাশ করতে শুরু করেন।


গুজবটি এতটাই ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত মুখ খুলতে হয়েছে অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যমকে শঙ্কর বলেন, ‘দিব্যি আছি। ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল!’ 

এ সময় কিছুটা রাগও দেখান শঙ্কর । তার কথা বিকৃত করে তা ছড়ানো হচ্ছে উল্লেখ করেন। হয়তো বলেছেন, ‘বড় ফ্ল্যাটের বদলে এখন একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হতো’, আর ছড়ানো হচ্ছে, ‘ফ্ল্যাট বিক্রি করে দিতে চান’। 


এর আগেও শঙ্কর ও তার মেয়েকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে বাবা-মেয়ের সম্পর্ক ভালো না। একে অন্যের সঙ্গে যোগাযোগ নেই। সেই গুজবটিও বেশ আঘাত দিয়েছে অভিনেতাকে। আর এবার মৃত্যুর গুজব। সব মিলিয়ে শঙ্কর যে ক্ষুব্ধ তা প্রকাশ পেয়েছে তার কথায়ই।


দুই বছর আগে মারা গেছেন শঙ্করের স্ত্রী। চলতি বছরের ১২ মার্চ ৩৪তম বিবাহবার্ষিকীতে প্রয়াত স্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে… আজ আমাদের ৩৪তম বিবাহবার্ষিকী, যেখানে আছ খুব ভালো থেকো আবার দেখা হবে।’


একসময়ের বড়পর্দার জনপ্রিয় অভিনেতা শঙ্করকে এখন আর সিনেমায় তেমন দেখা যায় না। তবে টিভি সিরিয়ালে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। তাকে এখন দেখা যাচ্ছে ‘তোমাদের রানি’ সিরিয়ালে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন