ঢাকা
খ্রিস্টাব্দ

রিজওয়ানা হাসানের আহ্বান: অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখুন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1707667 জন
  • নিউজটি দেখেছেনঃ 1707667 জন
রিজওয়ানা হাসানের আহ্বান: অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখুন
ছবি : সংগৃহীত

পানিসম্পদ এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের নাগরিক ও সুশীল সমাজকে আস্থা রাখতে হবে। শনিবার (১৯ অক্টোবর) ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।


রিজওয়ানা জানান, বৈষম্যহীন সমাজ গঠনের প্রক্রিয়াটি সহজ নয় এবং এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সফলতা নিয়ে উপসংহারে আসার সময় এখনও হয়নি। আমাদেরকে একটু সময় দিন।”


তিনি আরও জানান, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের পথে রয়েছে এবং নাগরিকদের চাহিদার ভিত্তিতে কাজ করছে। “আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছি,” বলেন তিনি।


রিজওয়ানা হাসান দেশের এনজিও কমিউনিটির উপর চাপের কথাও উল্লেখ করেন, বিশেষ করে ২০২৩ সালের নির্বাচনের আগে ফান্ড আটকে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “অনেক এনজিওর ফান্ড আটকে দেওয়ার ফলে কর্মীদের বেতন দিতে সমস্যা হয়েছিল।”


অতীতের অনেক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “সুশীল সমাজের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে এবং ভবিষ্যতে নিজেদের স্বকীয়তা রক্ষা করতে হবে।”


সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শরমীন এস মুরশীদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :