ফেনী জেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রামের অভিযানে ১৯ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১৯ অক্টোবর ২০২৪ তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২০ অক্টোবর) র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে সস্তায় গাঁজা সংগ্রহ করে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জয়নাল আবেদিন (৪৫) ও মোঃ সিরাজুল ইসলাম (৩৯), যারা খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ির বাসিন্দা।
আটকের পর তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৩৭টি বান্ডিলে মোট ১৯.৫ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।