ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার রিমান্ড

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1693961 জন
  • নিউজটি দেখেছেনঃ 1693961 জন
রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার রিমান্ড
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানার রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) দুই কর্মকর্তা, আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম ও এস কে শাকিল আহমেদ, দুই দিনের রিমান্ডে রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে জড়িত ছিলেন।


শনিবার (১৯ অক্টোবর) তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন, কিন্তু আদালত শেষে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে, শুক্রবার (১৮ অক্টোবর) একাধিক কর্মকর্তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। মামলাটি দায়ের করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আইন শাখার পরিচালক আরশাদ হোসেন।


অভিযোগে বলা হয়েছে, কিছু বিপথগামী কর্মকর্তা একত্রিত হয়ে দেশের বিদ্যুৎ ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাদের কার্যক্রম সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে, যা রাষ্ট্রদ্রোহের শামিল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :