ঢাকা : ঢাকায় এসেছেন নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই।
সোমবার (৩ জুন) সাসাকাওয়া দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া ইয়োহেই বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম।
প্রসঙ্গত, সাসাকাওয়া ইয়োহেই মিয়ানমারে নিযুক্ত জাপানের জাতীয় সমন্বয়ক বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে গত এপ্রিলে বাংলাদেশ সফর করেছিলেন সাসাকাওয়া ইয়োহেই। সে সময় তিনি নোয়াখালীর ভাসানচরও পরিদর্শন করেন।