ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1904261 জন

  • নিউজটি দেখেছেনঃ 1904261 জন
কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 


ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখী শ্যামলী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।


তিনি বলেন, মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে আরও চারজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈদগাঁও স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যাইনি। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন