ঢাকা
খ্রিস্টাব্দ

বায়তুল মুকাররম মসজিদের নতুন খতিব

আল্লামা মুফতি আবদুল মালেককে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের নতুন খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লাল সবুজ অনলাইন ডেস্ক
নিউজটি দেখেছেনঃ 1705144 জন
  • নিউজটি দেখেছেনঃ 1705144 জন
বায়তুল মুকাররম মসজিদের নতুন খতিব
বামে : আল্লামা মুফতি আবদুল মালেক

দেশের প্রখ্যাত ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি.) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

মুফতি আবদুল মালেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি স্কলার হিসেবে পরিচিত। তিনি দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদীস ও ফিকহে ইসলামি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তার অন্যতম উস্তাদ ছিলেন বিশ্বখ্যাত ইসলামি পন্ডিত মুফতি বিচারপতি তাকী ওসমানী (হাফি.)। এছাড়াও তিনি সৌদি আরবের রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ'র অধীনে উচ্চতর গবেষণা পরিচালনা করেছেন।

মুফতি মালেক মক্কা, মদীনা, পাকিস্তান, ভারত ও তুরস্ক সফর করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে তার প্রবন্ধ উপস্থাপন করেছেন। তার লেখা ১৬টি গ্রন্থ বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে। এছাড়া তার তত্ত্বাবধানে প্রকাশিত হয় মাসিক আল-কাউসার নামে একটি নিয়মিত গবেষণা পত্রিকা, যা ইসলামিক স্কলারদের মধ্যে ব্যাপক পরিচিত।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/মাইন

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লাল সবুজ অনলাইন ডেস্ক

আপডেট :
সর্বশেষ সংবাদ