ঢাকা
খ্রিস্টাব্দ

গ্রাম আদালতের সেবা সম্পর্কে ধারণা কম থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1183741 জন

  • নিউজটি দেখেছেনঃ 1183741 জন
গ্রাম আদালতের সেবা সম্পর্কে ধারণা কম থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে জেলা প্রশাসন কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নোমান হোসেন।


সভায় এ বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী কমিশনার এস এম এন জামিউল হিকমা, জেলা লিগ্যাল এইড অফিসার রুপন কুমার দাশ, জেলা তথ্য অফিসার মো. বোরহান উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সাদিকুল ইসলাম নিয়োগী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, মিরসরাই মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মেহের আফরোজ প্রমুখ।এতে সুশীল সমাজ, যুব সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে এখনো সাধারণ মানুষের ধারণা কম। যে কারণে তারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যদি তারা গ্রাম আদালত বিষয়ে জানতে পারেন; তাহলে অনেক ছোটখাটো সমস্যা ইউনিয়ন পর্যায়ে সমাধান হয়ে যেত। তাই বিষয়টি জনসাধারণের কাছে পৌঁছানো জরুরি।


সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ কার্যক্ষেত্রে এ বিষয়ে প্রচার চালানোর পরিকল্পনাপত্র তৈরি করবেন বলে জানান।


সভার শুরুতে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প’, চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক সাজেদুল আনোয়ার।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০.২৮ অপরাহ্ন