ঢাকা
খ্রিস্টাব্দ

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন একজন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1716180 জন
  • নিউজটি দেখেছেনঃ 1716180 জন
মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন একজন
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করার সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ফারুক হোসেন নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।


শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার ধাইরা গ্রামের আব্দুস সালামের ছেলে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ফারুক নিজেই মাইক্রোবাসটি চালিয়ে সিএনজি স্টেশনে গ্যাস রিফিল করতে যান। গ্যাস রিফিলের সময় তিনি মাইক্রোবাস থেকে নেমে গাড়ির পিছনে দাঁড়িয়ে ছিলেন, তখন আকস্মিকভাবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আহত একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :