ঢাকা
খ্রিস্টাব্দ

সরকার ডিমের নতুন দাম নির্ধারণ: কাল থেকে কার্যকর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1703112 জন
  • নিউজটি দেখেছেনঃ 1703112 জন
সরকার ডিমের নতুন দাম নির্ধারণ: কাল থেকে কার্যকর
ছবি : সংগৃহীত

সরকার সব পর্যায়ে ডিমের নতুন দাম নির্ধারণ করেছে, যা আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে নতুন দাম ঘোষণা করা হয়। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ তথ্য জানিয়েছেন।


নতুন দাম অনুযায়ী, উৎপাদক পর্যায়ে প্রতি ডিমের দাম হবে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা বাজারে ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রি হবে। ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিম কিনতে খরচ হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।


এদিকে, সরকারের নির্ধারিত দামে ডিম কিনতে পারছেন না বলে রাজধানীর তেজগাঁও ও চট্টগ্রামের পাহাড়তলী ডিম ব্যবসায়ীরা বিক্রি বন্ধ রেখেছেন। ফলে বাজারে সংকট দেখা দিতে পারে। খুচরা বাজারে গতকাল থেকে প্রতি ডজন ডিমের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে।


আড়তদারদের দাবি, সরকারী দামে ডিম বিক্রি করতে হলে তাঁদের আরও কম দামে ডিম কিনতে হবে। তবে বর্তমান বাজারে তাঁদের ১২ থেকে ১২.২০ টাকায় ডিম কিনতে হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ