ঢাকা
খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সীতাকুন্ড, চট্টগ্রাম
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১.০৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 914993 জন

  • নিউজটি দেখেছেনঃ 914993 জন
সীতাকুণ্ডে কৃষকদলের নেতাকে কুপিয়ে হত্যা
-ছবি, নিহত নাছির উদ্দিন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (৪২)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা ছড়ারকুল এলাকার এ ঘটনা ঘটেছে। নিহত নাছির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল বলেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ডেইরি ফার্ম ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ইফতার শেষে পার্শ্ববতী মসজিদে তারাবি নামাজ পড়ার জন্য মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হলে নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত নাছিরকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন ছুটে আসে। তার আগেই ঘটনাস্থলে সে মারা যায়।

খবর পেয়ে সীতাকুন্ড পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এঘটনায়, এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান গণমাধ্যমকে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছে। পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। সন্ত্রাসী যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সীতাকুন্ড, চট্টগ্রাম
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১.০৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১.০৪ অপরাহ্ন