ঢাকা
খ্রিস্টাব্দ

অটোপাস দিলে কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়ন হবে : ওয়াহিদউদ্দিন মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1707655 জন
  • নিউজটি দেখেছেনঃ 1707655 জন
অটোপাস দিলে কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়ন হবে : ওয়াহিদউদ্দিন মাহমুদ
ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় সকলকে পাস করানোর দাবির প্রেক্ষিতে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, যদি সকল শিক্ষার্থীকে অটোপাস করা হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়িত হবে। তিনি আজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে জানিয়েছেন, কিছু শিক্ষার্থীর পক্ষ থেকে এই দাবিটি উঠেছে, কিন্তু তিনি এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


শিক্ষা উপদেষ্টা আরও বলেন, এবারের পরীক্ষাগুলো গ্রহণ করা গেলে ভালো হতো। তবে, অনভিপ্রেত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পরীক্ষাগুলো বাতিল করতে হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ পূর্বের উদাহরণ অনুসরণ করে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফলাফল এসএসসি’র সঙ্গে মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করেছে।


তিনি এও উল্লেখ করেন, যারা এসএসসিতে অনুত্তীর্ণ হয়ে পরবর্তী বছরে পুনরায় পরীক্ষা দিয়েছে, তাদের ফলাফলও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই যারা চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হবে না, তাদের বঞ্চিত বলা যাবে না।


অতএব, অটোপাসের দাবির পক্ষে কোনো যুক্তি নেই বলে তিনি মত প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :