ঢাকা
খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সাংবাদিক স্বপন কুমার ভদ্রকে হত্যার অভিযোগ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি :
নিউজটি দেখেছেনঃ 1704434 জন
  • নিউজটি দেখেছেনঃ 1704434 জন
ময়মনসিংহে সাংবাদিক স্বপন কুমার ভদ্রকে হত্যার অভিযোগ
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজ বাসার সামনে সাংবাদিক স্বপন কুমার ভদ্র (৬৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়ায় এই ঘটনা ঘটে।


স্বপন কুমার ভদ্র ছিলেন তারাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি এবং পূর্বে দৈনিক স্বজন পত্রিকার প্রতিনিধি। যদিও বর্তমানে তিনি কোনো গণমাধ্যমে কর্মরত ছিলেন না, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত লেখালেখি করতেন।


পরিবারের অভিযোগ, স্বপনের লেখালেখির কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গত বছর তিনি হামলার শিকার হয়েছিলেন। ঘটনার পর পুলিশ সাগর মিয়া (১৮) নামের এক যুবককে আটক করেছে, যিনি এলাকার বখাটে হিসেবে পরিচিত।


স্বপনের ভাতিজা জানান, চাচা বাসার সামনে বসা অবস্থায় হামলার শিকার হন এবং তাকে গুরুতর আঘাত করা হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাগরের বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং স্বপন ভদ্র তার কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি :

আপডেট :