ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে অবরুদ্ধ জেলা বিএনপি নেতাকে উদ্ধার করলেন সেনাবাহিনী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1792020 জন

  • নিউজটি দেখেছেনঃ 1792020 জন
মিরসরাইয়ে অবরুদ্ধ জেলা বিএনপি নেতাকে উদ্ধার করলেন সেনাবাহিনী
ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে নেতাকর্মীদের রোষানল থেকে উদ্ধার করেছে দায়িত্বরত সেনাবাহিনী। জানা যায়, এসময় তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোশের্দ এলিটের 'ইউসুফ কুটির’ বাড়িতে ছিলেন। দুপুরের পর থেকে  অবরুদ্ধ ছিলেন বিএনপির প্রভাবশালী এই নেতা, বিকাল চারটায় উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা ।


শনিবার (১৭ আগষ্ট) সকালে মিরসরাই পৌরসভার বিএনপির সাবেক আহবায়ক ফকির আহম্মদের কবর জিয়ারতের উদ্দেশ্যে এসে  কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফের আমন্ত্রণে তার বাড়ি যায় গোলাম আকবর খন্দকার।  এই খবর ছড়িয়ে পড়লে দুপুর থেকে মিরসরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনের কয়েক হাজার নেতাকর্মী নয়দুয়ারি এলাকায় মহাসড়ক অবরোধ ও তার বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ সমাবেশ করে।


উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী গাড়িতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালায়। বিকাল তিনটায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সচিব গাজী নিজামসহ একদল নেতাকর্মী গোলাম আকবরের সাথে দেখা কররতে গেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন ও তার সমর্থকদের সাথে হাতাহাতি ধাক্কাধাক্কি হট্টগোল হয়। চরম উত্তেজনায় অবস্থায় আরো সংঘর্ষের আশংকা দেখা দিলে খবর পেয়ে বিকাল চারটায় মিরসরাইয়ে দায়িত্বরত অবরুদ্ধ বিএনপির নেতাদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যায় উপজেলায় দায়িত্বরত সেনাবাহিনী।


এব্যাপরে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম সাংবাদিকদের বলেন গত ১৫ বছর এই যুবলীগ নেতার যেই বাড়িটি টর্চার সেল হিসাবে ছিল, সেখানে বিএনপি  নেতার উপস্থিতি ঠিক হয়নি। 


বিষয়টি নিয়ে গোলাম আকবর খন্দকার বলেন, ঢাকা যাওয়ার পথে আমি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতির বাড়িতে গিয়েছি। তার ছেলে কি করেছে কেউ আমাকেতো বলেনি এতদিন।  তাছাড়া কেন্দ্রীয় নেতা হান্নান শাহ, ড. মঈন খান, গয়েশ্বর রায়সহ অনেকে আসছিলো তখন কেউতো প্রতিবাদ করেনি!


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন