চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা কবির আহম্মদ চৌধুরী (৬৫) নিহত হয়েছেন। পূর্বের একটি শালিসি বৈঠককে কেন্দ্র করে শত্রুতার জেরে দূর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের উত্তর পাশে কাঠ মার্কেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত বিএনপি নেতা বারইয়ারহাট বাজারের প্রবীন কাঠ ব্যাবসায়ী এবং দিদার টিম্বারের স্বত্তাধিকারী। এছাড়া, তিনি ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং গনকছরা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন এবং বর্তমান সদস্য। হামলায় তার দুই ছেলে, দিদারুল আলম (৩৬) ও জামসেদ আলম (২৮) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে হামলার ঘটনা ঘটেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, হামলার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে এবং অপরদের বিরুদ্ধে অভিযান চলছে। মামলার প্রস্তুতি চলছে।