বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলু এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীদের প্রতি দাম নাগালে রাখার জন্য পণ্য হাতবদলের সংখ্যা কমানোর আহ্বান জানানো হয়েছে।
সভায় এফবিসিসিআই'র প্রশাসক বলেন, "বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। আমাদের একটি যৌক্তিক মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে হলে পণ্য হাতবদলের ধাপ কমাতে হবে।"
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলস্বরূপ বাজারে ডিমসহ অন্যান্য পণ্যের দাম কমতে শুরু করেছে এবং সরবরাহ সংকটও হ্রাস পাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই'র মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, এবং বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। তারা পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন।