বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা ঘরে-বাইরে এবং প্রশাসনে উজ্জীবিত হয়ে উঠেছে, যারা সরকারকে ব্যর্থ করে দিতে চায়। তিনি সতর্ক করেন যে, ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হতে পারে। রাষ্ট্রকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন।
তারেক রহমান স্বৈরাচারের দোসরদের উপেক্ষা করে বললেন, তাদের বসিয়ে রেখে কোনো সুফল পাওয়া যাবে না। তিনি বর্তমান সরকারের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করেন এবং জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য সিন্ডিকেট ভাঙার প্রস্তাব দেন।
তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহজতর হয়। দেশের জন্য নির্বাচিত সরকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি।
জেডআরএফের কার্যক্রমের প্রশংসা করে তারেক রহমান বলেন, এই সংগঠন বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান, যেন তারা রাজনীতিতে আগ্রহী হয়ে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যায়।
মহান নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে নিহত ও আহতদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয় এবং তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন ১৯৯৯ সালের ১৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়, যা গরিব ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।