ঢাকা
খ্রিস্টাব্দ

টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1708898 জন
  • নিউজটি দেখেছেনঃ 1708898 জন
টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা
ছবি : সংগৃহীত। ডেস্ক রিপোর্ট । দৈনিক লাল সবুজ বাংলাদেশ।।

বড় সংকটের মুখে রয়েছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ডলারের উচ্চমূল্য, বাড়তে থাকা সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মূল্যস্ফীতির কারণে কমছে পণ্যের চাহিদা। স্বল্পপুঁজির ব্যবসায়ীদের জন্য টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ।


বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিবেচনা করা হয়, যা কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অর্থনৈতিক অসুবিধার কারণে এই খাত নানা সমস্যায় ভুগছে—যেমন অর্থের অভাব, প্রশিক্ষণের অভাব, দক্ষতার অভাব, এবং নীতি সহায়তার অভাব।


বর্তমান পরিস্থিতি

বাংলাদেশের শিল্পনীতি অনুযায়ী, ১৬ থেকে ৩০০ কর্মী নিয়ে গঠিত প্রতিষ্ঠানগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালের জরিপ অনুযায়ী, দেশে ৪৬ হাজার ২৯১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৯৩ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, দেশজুড়ে ৮ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের ৮৭ শতাংশ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে।


চ্যালেঞ্জ ও সমাধানের উপায়

এসএমই খাতের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে অর্থপ্রাপ্তি। ব্যাংকিং সেক্টরের আকার প্রায় ১৫০ বিলিয়ন ডলার হলেও এসএমই খাতের জন্য দুই থেকে তিন বিলিয়ন ডলারের প্রয়োজন।


ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি আশরাফ আহমেদ বলেন, উৎপাদন সূচকের পতন সরাসরি ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের আঘাত করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে সুদের হার কমানো সম্ভব হবে।


এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করিম মুন্না বলেন, সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে অর্থ অপচয় হচ্ছে। তিনি আলাদা এসএমই ব্যাংক প্রতিষ্ঠার পরামর্শ দেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর সুপারিশ করেন।


উদ্যোক্তাদের সমস্যা

নতুন ব্যবসা শুরু করতে উদ্যোক্তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জুটেক্সের মালিক আকতারুজ্জামান তুষার জানান, দক্ষ জনশক্তির অভাব এবং ঋণ সুবিধা পাওয়ার সমস্যা তাঁকে অনেক অসুবিধায় ফেলে।


নতুন সহযোগিতা পেলে ক্ষুদ্র উদ্যোক্তারা এই খাতে আরও প্রবেশ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সুরক্ষা ও সমর্থন নিশ্চিত করা হলে, দেশের অর্থনীতি আরো গতিশীল হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :
সর্বশেষ সংবাদ