ঢাকা
খ্রিস্টাব্দ

খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :
নিউজটি দেখেছেনঃ 1716757 জন
  • নিউজটি দেখেছেনঃ 1716757 জন
খিলগাঁওয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় তিনজন গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (৪৫), মো. মীর হোসেন (২৪) ও মো. আবুল হাসান (২২)।


ঘটনার তদন্তে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল ও একটি কম্পিউটারের সিপিইউ। বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


গত ৯ অক্টোবর রাতে খিলগাঁওয়ের কনস্ট্রাকশন সল্যুশনস নামক প্রতিষ্ঠানে প্রবেশ করে গ্রেপ্তার রাসেলসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি দল। তারা প্রতিষ্ঠানের কর্মচারীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।


ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে পুলিশ মেরাদিয়া নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডাকাতি হওয়া মোটরসাইকেলটি কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে উদ্ধার করা হয়, যেখানে ডাকাতরা সেটি ফেলে রেখে পালিয়ে যায়।


গ্রেপ্তারদের আদালতে পাঠানো হলে প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট :
সর্বশেষ সংবাদ