আদালতের নির্দেশে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা সেখানে ঘুরছেন, যা আমরা পত্রিকায় দেখেছি। আদালতের নির্দেশনা এলেই আমরা তাদের ফেরত আনার চেষ্টা করব।”
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ নোট দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ ধরনের বক্তব্যের প্রতিবাদে আমাদের বক্তব্যই যথেষ্ট। সামনে ভারতের নির্বাচন রয়েছে, তাই তাদের বক্তব্যের মাত্রা বাড়তে পারে। আমরা চেষ্টা করব এ ধরনের মন্তব্যগুলো কমিয়ে আনার।”
৫ আগস্টের পর বাংলাদেশ ত্যাগকারী রাজনৈতিক ব্যক্তিদের তালিকা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তার কাছে এমন কোনো তালিকা নেই, তবে প্রয়োজন মনে হলে এটি প্রাপ্তির জন্য আবেদন করা হতে পারে।