ঢাকা
খ্রিস্টাব্দ

কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রবাসীর স্ত্রীর!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1081172 জন

  • নিউজটি দেখেছেনঃ 1081172 জন
কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রবাসীর স্ত্রীর!
ছবি : সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ওই ভুক্তভোগী নারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেলের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত রুবেল জেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কর্মরত আছেন। তিনি সম্পর্কে প্রবাসীর স্ত্রীর চাচাতো ভাশুর।


মামলা সূত্রে জানা গেছে, রুবেল উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি সৌদি প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাঙ্গাইল পৌর শহরে জমি কিনে দেওয়ার কথা বলে নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা ও চেক নেয় কিন্তু পরবর্তীতে সে জমি কিনে দেয়নি। একপর্যায়ে সে টাকা দেওয়ার জন্য প্রবাসীর বাড়িতে যায়। পরে বাড়িতে কেউ না থাকায় টাকা দেওয়ার আশ্বাসে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন তিনি।


প্রবাসীর স্ত্রীর শাশুড়ি লাইলী বেগম জানান, ছেলে যে টাকা পাঠাতো সেই টাকা রুবেল আত্মসাৎ করেছে। এখন তা অস্বীকার করছে। ছেলে বলছে টাকা তুলতে না পারলে সংসার করবে না। এছাড়া ভয়ে এলাকার মানুষ সাক্ষী হতে চায় না।


প্রবাসীর স্ত্রী জানান, বিদেশ থেকে স্বামীর পাঠানো টাকা জমিয়ে শহরে একটা জমি কিনতে চেয়েছিলাম। এজন্য ভাশুর রুবেলের কাছে চেক সহ টাকা দিয়েছিলাম কিন্তু সে জমিও কিনে দেয়নি, চেক সহ টাকাও ফেরত দেয়নি। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি নিয়ে থানায় মামলা না নিলে পরে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছি।


টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেল বলেন, ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। গ্রামের কিছু কুচক্রী লোক ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তভার ডিবিতে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | নিজস্ব সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৫৩ অপরাহ্ন