ঢাকা
খ্রিস্টাব্দ

রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

◾মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ◾সংঘর্ষে আহত ২
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ।।
নিউজটি দেখেছেনঃ 1627485 জন
  • নিউজটি দেখেছেনঃ 1627485 জন
রাজধানীতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
ছবি- শ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

রাজধানীর মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এ সময় আন্দোলনরত শ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের ফলে দুই শ্রমিক, আল-আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫), গুলিবিদ্ধ হন এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীও হস্তক্ষেপ করে।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে ছিল এবং পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও জানান, আগুন লাগানো গাড়িগুলি নিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেছে।

অন্যদিকে, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য জরুরি বিভাগে রাখা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পুরো এলাকা নিরাপত্তা বাহিনী দ্বারা ঘিরে রাখা হয়েছে, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ