ঢাকা
খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় আহত দুই স্কুল শিক্ষার্থী

# সকাল ৯টায় দুর্ঘটনা, বাবু চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1717712 জন

  • নিউজটি দেখেছেনঃ 1717712 জন
ফটিকছড়িতে পিকআপের ধাক্কায় আহত দুই স্কুল শিক্ষার্থী
দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


রোববার (৬ অক্টোবর) সকালে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামাল কোরআন গেটের সামনে একটি সবজি বোঝাই পিকআপের ধাক্কায় আহত হয়েছে দুই স্কুল শিক্ষার্থী। 


আহতদের নাম বাবু ও রিয়াজ। স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী হিসেবে পরিচিত এই দুইজন বাইসাইকেল নিয়ে একসাথে যাচ্ছিলেন। নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার সময় পিকআপটির চাকা ও এক্সেল ভেঙে তাদের ওপর পড়ে যায়। 


দুর্ঘটনায় গুরুতর আহত বাবুকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পিকআপটিকে জব্দ করা হয়েছে। 


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ দেখা দিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম ।। দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ