জোরারগঞ্জ থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে সম্প্রতি একটি কর্মী সম্মেলন এবং পাঠাগার উদ্বোধন করা হয়। সম্মেলনটি অনুষ্ঠিত হয় দূর্গাপুর বাজারে, যেখানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জনাব হানিফ নিজামী। সম্মেলনের সঞ্চালনা করেন সেক্রেটারি মাষ্টার শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জোরারগঞ্জ থানার জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, সেক্রেটারি জনাব মাইন উদ্দিন, এবং ইউনিয়ন শাখার আমীর জনাব আবদুল গফুর। এ ছাড়া মীরসরাই উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি জনাব রেদোয়ানুল হক, ডাক্তার সাইদুল ইসলাম এবং আবদুল আলীমসহ আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এই সম্মেলনে কর্মীদের একতাবদ্ধতা এবং সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাঠাগার উদ্বোধনটি স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা শিক্ষার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে।