মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমনকে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে জোরারগন্জ থানা পুলিশ। জানা যায়, তার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এনিয়েও বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এছাড়া, ওই রাতে পুলিশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজন নেতা-কর্মীর বাড়িতেও অভিযান চালানোর খবর আসে।
জোরারগন্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আনোয়ার হোসেন ঈমনকে গ্রেফতার করা হয়েছে, তবে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এ ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং রাজনৈতিক অঙ্গনে এর প্রভাব নিয়ে আলোচনা চলছে।