ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.২৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1065653 জন

  • নিউজটি দেখেছেনঃ 1065653 জন
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

তিন দফা দাবিতে চট্টগ্রাম নগরীর ব্যস্ততম সড়ক আগ্রাবাদ মোড় এলাকায় প্রায়ই দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। বৃহস্পতিবার সকাল ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শ্রমিক নেতারা নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার (পশ্চিম ও বন্দর) বরাবর তিন দফা দাবি নিয়ে স্মারকলিপি পেশ করেন। পরে পুলিশের আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে যান। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।


স্মারকলিপিত তারা ব্যাটারিচালিত রিকশার ওপর তিন হাজার দুশত পঞ্চাশ টাকা জরিমানা বন্ধ, জব্দ করা গাড়ি ১০ দিন আটক করে রাখার বিধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লাইসেন্স, রুট পারমিটের দাবি জানান। 


রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের আহবায়ক আল কাদেরী জয় বলেন, চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ওপর যে তিন হাজার ২৫০ টাকা ও ১০ দিন আটকে রাখা অযৌক্তিক। আমরা ডিসি বরাবর কয়েকটি দাবি পেশ করেছি। এক সপ্তাহের মধ্যে যদি। দাবি মানা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।


নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) হোসাইন মো. কবির বলেন, উনারা কয়েকদফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। সেটা আমরা গ্রহণ করেছি। সড়ক অবরোধের কারণে প্রায়ই দুঘন্টা যান চলাচল বন্ধ ছিল। দুপুর দুইটার দিকে তারা সড়ক থেকে সরে যায়। এখন যান চলাচল স্বাভাবিক।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.২৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫, ১০.২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ