ঢাকা
খ্রিস্টাব্দ

হাইওয়ে পুলিশের POS মেশিন আপগ্রেড: জরিমানা পরিশোধে সহজীকরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1071692 জন

  • নিউজটি দেখেছেনঃ 1071692 জন
হাইওয়ে পুলিশের POS মেশিন আপগ্রেড: জরিমানা পরিশোধে সহজীকরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

“ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায়” প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নে কর্মরত পুলিশ অফিসারদের জন্য POS মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার বলেন, রংপুর-বগুড়া এবং রংপুর-দিনাজপুর মহাসড়কসহ দেশের অন্যান্য মহাসড়কে যানবাহনে প্রসিকিউশন দেওয়ার পর জরিমানার টাকা পরিশোধে জনগণের ভোগান্তি কমাতে POS মেশিনের সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বাংলা QR কোড ব্যবহার করে বিকাশ, মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং অ্যাপস, ডেবিট/ক্রেডিট কার্ডসহ মোট ৭৮টি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করা যাবে।


পূর্বে UCB ব্যাংকের Upay অ্যাপ ব্যবহার করে জরিমানা পরিশোধ করতে হলে এজেন্ট পয়েন্ট খুঁজে বের করার প্রয়োজন হতো, যা ভুক্তভোগীদের জন্য সময়সাপেক্ষ ও কষ্টকর ছিল। আপগ্রেডকৃত এই ব্যবস্থা চালুর ফলে জরিমানা পরিশোধ আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ হয়েছে। জরিমানার টাকা কমিউনিটি ব্যাংকের Q Cash পেমেন্ট চ্যানেলের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে।


পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এটি হাইওয়ে পুলিশের সেবার মান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনগণ এখন তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে পারছেন এবং তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসও দ্রুত ফেরত পাচ্ছেন। ফলে ডকুমেন্টস আটক রাখার প্রয়োজন প্রায় নেই বললেই চলে।”


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সোহেল রানা, ম্যানেজার পজ ডিপার্টমেন্ট (আইটি, পিএলসি ঢাকা), মোহাম্মদ শরিফুল আহসান (সিনিয়র অফিসার, কমিউনিটি ব্যাংক, ঢাকা), মো. নুরুল ইসলাম (ব্রাঞ্চ ম্যানেজার, কমিউনিটি ব্যাংক, রংপুর), এসএম মাহবুবুর রহমান (সহকারী পরিচালক, বিআরটিএ বিভাগীয় কার্যালয়, রংপুর), বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের POS মেশিন ব্যবহারকারী পুলিশ অফিসার, রংপুর জেলা ট্রাক ও বাস মালিক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


উদ্যোগটি হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন এবং জনগণের ভোগান্তি কমানোর এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সাদুল্লাপুর সংবাদদাতা, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
গাইবান্ধা
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১০.৩৫ অপরাহ্ন