ঢাকা
খ্রিস্টাব্দ

যমুনায় প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিদল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৭.০২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৭.০২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1079218 জন

  • নিউজটি দেখেছেনঃ 1079218 জন
যমুনায় প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিদল

দশম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ১০ জনের একটি প্রতিনিধিদল যমুনার উদ্দেশে রওনা দেয়।


প্রতিনিধিদলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।


তারা জানিয়েছেন, শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি পেশ করা হবে। তারা প্রধান উপদেষ্টাকে একটি স্মারকলিপিও দেবেন।

 

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে।


পরে বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।



মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা। বিকেল ৫টার পর শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৭.০২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৭.০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ