ঢাকা
খ্রিস্টাব্দ

প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1864338 জন

  • নিউজটি দেখেছেনঃ 1864338 জন
প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


নিহত মনিরুজ্জামান সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দর থানার ২৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকার মৃত কামালুউদ্দিনের ছেলে।


হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।


নিহতের স্ত্রী সাবিনা আক্তার জানান, পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে পিটিয়ে আহত করার পর গুলি করে মনু মিয়াকে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে পুলিশ জানায়, মনু মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বন্দর থানায় হত্যাসহ একাধিক মামলা আছে।


এদিকে ওসি জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন