ঢাকা
খ্রিস্টাব্দ

দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খাগড়াছড়ি , চট্টগ্রাম
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১.৪২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১.৪২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 982397 জন

  • নিউজটি দেখেছেনঃ 982397 জন
দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত

খাগড়াছড়ি পানছড়ির দুর্গম দুদুকছড়া হাতিমারা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক গৃহবধূ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে জানা যায়, এলাকায় আঞ্চলিক দুটি গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।


স্থানীয়রা জানিয়েছে, সোমবার পানছড়ির উত্তর দুদুকছড়ার দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমাপন্থী জেএসএস-এর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়।


সূত্রটি জানিয়েছে, গোলাগুলিতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী রূপসি চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।


ইউপিডিএফ-এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ‘ইউপিডিএফ কর্মীদের লক্ষ্য করে জেএসএস-এর সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে গেছে। এতে একজন সাধারণ গৃহবধূ মারা গেছে বলে শুনেছি।’


পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, পানছড়ির সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। নেটওয়ার্ক সংযোগ অত্যন্ত দুর্বল তাছাড়া এলাকাটি দুর্গম হওয়ার কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।



তবে পরিবারটির সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
খাগড়াছড়ি , চট্টগ্রাম
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১.৪২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১.৪২ পূর্বাহ্ন