ঢাকা
খ্রিস্টাব্দ

হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1373964 জন

  • নিউজটি দেখেছেনঃ 1373964 জন
হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা
ছবি : সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।


হাসপাতালে আগত প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুজ্জামান নূরকে চিকিৎসার জন্য দুপুরে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত কয়েকজন তার ওপর হামলা চালায়। এরপর কারা এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ প্রসঙ্গে জানতে চাইলে হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। সেই সময় কারা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। আর যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসা যেন ঠিকমতো হয় সেই চেষ্টা চলছে। 


এর আগে, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০.১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ