ঢাকা
খ্রিস্টাব্দ

আট যুগল বিয়ের পিড়িতে পা রাখলেন এক মঞ্চে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1092613 জন

  • নিউজটি দেখেছেনঃ 1092613 জন
আট যুগল বিয়ের পিড়িতে পা রাখলেন এক মঞ্চে
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আট যুগল। বিয়ের পোশাক-আশাক থেকে সব ধরনের খরচ বহন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আয়োজন করা হয়। যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অতিরিক্ত দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন করেছে সংগঠনটি।


সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন। বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও।


শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।


এমন আয়োজনে সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নব দম্পতি ও অতিথিরা। এক দম্পতি বলেন, আমরা এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমরা এমন খবর পেয়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছি। সবাই এমন আয়োজনকে ভালো চোখে দেখছে। আমরাও এতে খুশি।


ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, মূলত যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অসহনীয় কিংবা লোক দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন। যা আমরা ছড়িয়ে দিতে চাই সমাজের আনাচে কানাচে। আমরা যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজন করছি। যাতে মানুষ সত্যের পথে আসে। বিয়েকে আমরা সহজ করতে চাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ১০.৩২ অপরাহ্ন